Duration 6:42

কবুতরের চুনা,সবুজ পায়খানা ও সালমলিনা হওয়ার পর কিভাবে সমাধান করলাম।

485 watched
0
18
Published 24 Mar 2021

আসসালামু আলাইকুম, কবুতর প্রেমী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন ও সাবধানে আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা কম বেশি সব কবুতর প্রেমীদের ঘরে হয়ে থাকে। #সলমলিনা হওয়া #সাদা_চুনা পায়খানা করা #ফেনাযুক্ত পায়খানা করা #কবুতর_ঝিম ধরে বসে থাকা #কবুতরের _খাদ্য গ্রহনে অনীহা #সবুজ রং এবং ডায়রিয়া জনিত সমস্যা #শ্বাস প্রশ্বাসের কষ্ট মুখ হা করে শ্বাস-প্রশ্বাস গ্রহণ করা #প্রতিনিয়তঃ কবুতরের ওজন কমে যাওয়া ব্যবহারবিধি প্রতিষেধক হিসেবে -------------- #হাফ লিটার পানিতে 2 গ্রাম মেডিসিন #যে কবুতরের সবুজ চুনা পায়খানা হচ্ছে #3 থেকে 5 দিন পর্যন্ত খাওয়াবেন টানা #ঔষধ মিশ্রিত পানি 6 ঘন্টা থেকে আট ঘণ্টা পর ফেলে দেবেন প্রতিরোধ হিসেবে --------------- 1 লিটার পানিতে 1 গ্রাম মেডিসিন সুস্থ কবুতরকে টানা তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন সুস্থ কবুতর এর ক্ষেত্রে প্রয়োগ করার আগে তাদের ড্রপিং এর ছবি তুলে করে আবার ছবি তোলে দুইটা ছবি মিলিয়ে দেখবেন কবুতরের ড্রপিং কতটা স্বাস্থ্যসম্মত রয়েছে অতিরিক্ত মাত্রায় আক্রান্ত হলে --------------------- যেমন ড্রপিং এর কালার যদি খুব বেশি সবুজ এবং জেলির মত হয়ে যায় সেই ক্ষেত্রে আধা লিটার পানিতে 3 গ্রাম মেডিসিন এপ্লাই করবেন অতিরিক্ত পরিমাণ সবুজ ড্রপিং হলে টানা তিন থেকে পাঁচ দিন কবুতরকে সেবন করাবেন সুস্থ কবুতরকে প্রত্যেক মাসে 1 গ্রাম মেডিসিন 1 লিটার পানিতে টানা পাঁচদিন খাওয়ালেন ভিক্টরি প্লাস সালমোনেলা এবং রানীক্ষেত রোগ ড্রপিং জনিত সমস্যা এই মাসে আর দেখা দিবেনা ইনশা আল্লাহ সেই ক্ষেত্রে আক্রান্ত হওয়ার আগে প্রত্যেক মাসে এই মেডিসিনের কোর্সটা করানো আপনার জন্যই সব চাইতে বেটার ভিক্টরি প্লাস মেডিসিন প্রতিরোধ প্রতিশোধক উভয় কাজে কার্যকর Victory plus: 1.10gram:230tk 2.25gram:350tk #victoryplus For order page link: https://www.facebook.com/% C3%80H-Pigeon-Dress-Products-185133432142101/ Contract:01980455611

Category

Show more

Comments - 3